ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারক চক্রের মূলহোতা শহীদুল সহ ৩ সদস্য গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া বাইপাইল এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারক চক্রের মূলহোতা শহীদুল ইসলামসহ ০৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৮ মার্চ ২০২৪ তারিখ দুপুরে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের সময় সংঘবদ্ধ চক্রের মূলহোতা শহীদুল ইসলামসহ নিম্নোক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়ঃ


১। মোঃ শহীদুল ইসলাম (৩৯), জেলা-মাগুড়া।

২। মোঃ শাহীন (৩২), জেলা-সিরাজগঞ্জ।

৩। মোঃ আরমান হোসেন (৩০), জেলা-যশোর।


বিগত বেশ কিছুদিন যাবত ধামরাই, সাভার, আশুলিয়াসহ নিকটবর্তী এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলো। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চক্র অত্র এলাকার সাধারণ মানুষের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা/পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে বাসার মালিককে ভয় দেখিয়ে ভূয়া সাংবাদিক পরিচয়ে মোটা অংকের টাকা চাঁদা আদায়ের প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাভার-আশুলিয়া এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন অংকের টাকা চাঁদা আদায়ের কথা স্বীকার করে।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

ads

Our Facebook Page